Tag Archive | Virtual PC

Virtual PC ( কম্পিউটার এর ভিতরে কম্পিউটার )

আজ আপনাদের সাথে আলোচনা করবো Virtual PC নিয়ে । অনেকে মনে হয় এ সম্পর্কে জানেন । যারা জানে না তাদের জন্য…..

আজকাল ভার্চুয়াল শব্দটি অনেক পরিচিত হয়ে গেছে । ভার্চুয়াল পিসি আছে , ভার্চুয়াল সার্ভার আছে এমনকি ভার্চুয়াল টাকা ও আছে যা লেনদেন করা যায় ।

ভার্চুয়াল পিসি দিয়ে আপনি কম্পিউটার এর ভিতরে আর একটি কম্পিউটার ওপেন করতে পারবেন মানে উইনডোস এর ভিতরে লিনাক্স বা এক্স-পি এর ভিতরে win-7 ইত্যাদি ।

অনেকে ভাববেন দুই ড্রাইভে দুইটি OS ইনষ্টল করলেইতো হয় আমি কিন্তু তা বলছি না বলেছি একই সাথে । মানে দুটি Program যেমন পাশাপাশি ব্যবহার করি তেমন ।

এবার আসি ভার্চুয়াল পিসি আমাদের ক্যাড এর জন্য কি উপকার করতে পারে । আমরা যদিও ভিন্ন ভিন্ন কম্পানির ক্যাড সফ্টওয়্যার একই OS (Operating System) এ ইনস্টল করতে পারি কিন্তু  একই কম্পনির দুটি ভার্শন একই OS এ  ইনস্টল হয় না । যেমন আমি গার্ভার ৮.৫ এর ভিতরে ৮.১ চালাচ্ছি । নিচের ছবিতে দেখেন ।

FastStoneEditor

(আমাকে আবার প্রশ্ন করবেন না কেন আমি ৮.৫ এর ভিতরে ৮.১ চালাই । আমার মনে হয় যারা ৮.৫ ব্যবহার করে তারা কারন টা জানেন। )

তাছাড়া ভাইরাস বা Crack / কিজেন নিয়ে যেকোন Experiment আপনি নিশচিন্তে ভার্চুয়াল পিসি তে করতে পারেন ।

ভার্চুয়াল পিসির জন্য আপনি Microsoft Virtual pc বা Oracle VM VirtualBox ব্যবহার করতে পারেন । আমার কাছে Oracle  VirtualBox টাই ভাল মনে হয়েছে ।

Oracle  VirtualBox ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

যেকোন সমস্যায় আমাকে জানাতে ইতস্তত করিবেন না ।

সবাইকে ধন্যবাদ