Tag Archive | Portable Accumark

Portable Accumark (পোর্টেবেল গারভার )

আসসালামু আলইকুম ! সবাই কেমন আছেন ?

কয়েকদিন যাবত আমি ব্লগে নিয়মিত আসতে পারতেছি না । একটা জিনিস নিয়ে গবেষনা করছিলাম এখনও করতেছি । ৮০% সফল হয়েছি ইনশাআল্লাহ বাকিটাও পারবো । জিনিসটা হচ্ছে পোর্টেবেল গারভার বা বহনযোগ্য গারভার । Portable জিনিসটা কি আপনারা অনেকে জানেন । পোর্টেবেল সফ্টওয়্যার ইনস্টল করতে হয় না । ডবল ক্লিক করার সাথে সাথেই ওপেন হয় । পেন ড্রইভে করে যেকোন কম্পিউটারে ওপন করে কাজ শেষে বন্দ কেরে পেন ড্রাইভ খুলে নিলে ঐ কম্পিউটারে গারভার এর কোন ছাপ থাকে না । সবচেয়ে বড় সুবিধা হলো এটি কম্পিটারে আগে থেকে ইনস্টল করা কোন সফ্টওয়্যার এর সাথে Conflict করে না ।

এর আগে  আমি ভার্চোয়াল পিসি নিয়ে পোস্ট করেছিলাম । যাদের কম্পিউটরের কনফিগার লো তাদের “ভার্চোয়াল পিসি ” কম্পিউটারকে কিছুটা স্লো করতো  । কিন্তু পোর্টেবেল গারভার তাদের কোনো সমস্যা হবে না । আমি গারভার নিয়ে গবেষনা করেছি তবে আমার মনে হয় lectra , euro cad , optetex সহ সব সফ্টওয়্যারকে পোর্টেবেল করা যাবে ।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে নিচে কমেন্ট করুন ।

নিচে একটি স্কিন সট দেখেন আমি কিভাবে ৮.৫ এর ভিতরে পোর্টেবেল ৮.১ চালিয়েছি..

2013-04-12_101044