Firefox এ গারভার Accumark ইনস্টল ।

অনেক দিন ধরেই একটি পোস্ট লিখবো বলে চিন্তা করছিলাম । কিন্তু কি বিষয়ে লিখবো ভেবে পাচ্ছিলাম না।

তাছাড়া কোও কোন বিষয়ে জানতে Request ও পাঠায় নাই ।

আজ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো তাহলো গারভার সফ্টওয়ার ইনস্টলে firefox সমস্য ।

আমরা যারা গারভার সফ্টওয়ার ব্যবহার করি তারা প্রায় সকলেই accumark নতুন করে ইনস্টল করতে জানি,

কিন্তু computer এ আগে থেকেই firefox internet browser ইনস্টল করা থাকলে একটু সমস্য হয় নিচের মত window আসে

এখানে internet explorer এর মত run অপশনটা আসেনা

এ সমস্যা আমরা দুই ভাবে সমাধান করতে পারি

১) Firefox Uninstall করে (সহজ পদ্ধতি )

২) Start থেকে Programs হয়ে  internet explorer open করুন তারপর file থেকে open এ যান

এখান থেকে নিচে browse ক্লিক করে যে drive এ আপনার গারভার সফ্টওয়ার আছে সেখান থেকে install.htm ফাইল ক্লিক করে ওপেন দেন

তারপর বাকি কাজগুলি আশাকরি সবাই জানেন next > next দিয়ে ইনস্টল শেষ করুন।

 

কারও কোন বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট এ জানান ।

আর অন্য কোন বিষয়ে জানতে চাইলে তাও কমেন্টএ জানান।

সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুন